সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 1715 বার পঠিত

সাধারণ জ্ঞান (ইসলাম)

 

১. মানুষের আদি পিতা কে? তাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেন?

উত্তর : বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম (আঃ)-কে নিজ দু’হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন (ছোয়াদ ৩৮/৭৫)

২. আদম (আঃ) সম্পর্কে কুরআনের কয়টি সূরায় কতটি আয়াতে বর্ণিত হয়েছে?

উত্তর : আদম (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনের ১০টি সূরায় ৫০টি আয়াতে বর্ণিত হয়েছে।

৩ . আল্লাহ কিরূপ মাটি থেকে আদম (আঃ)- কে সৃষ্টি করেছেন?

উত্তর : মাটির সকল উপাদানের সার-নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরী সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদম (আঃ)- কে সৃষ্টি করেছেন (মুমিনূন ২৩/১২; ছাফফাত ৩৭/১১)

৪ . আল্লাহ হাওয়া (আঃ)-কে কোথা থেকে সৃষ্টি করেন?

উত্তর : আদম (আঃ)-এর পাঁজর থেকে তাঁর স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন (নিসা ৪/১; মুত্তাফাক্ব আলাইহ মিশকাত হা/৩২৩৮)

৫. আদম থেকে মুহাম্মাদ (ছাঃ) পর্যন্ত কতজন নবী পৃথিবীতে এসেছেন?

উত্তর : এক লক্ষ চবিবশ হাযার (আহমাদ, ত্বাবারাণী, মিশকাত হা/৫৭৩৭)

৬. আল্লাহ আদম (আঃ)-কে কিসের নাম শিক্ষা দেন?

উত্তর : আল্লাহ আদম (আঃ) কে সবকিছুর নাম শিক্ষা দিলেন। ‘সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট-বড় সকল সৃষ্ঠবস্ত্তর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়েছেন (ইবনু কাছীর, আল-বিদায়াও ওয়ান নিহায়াহ ১/৬৫)

৭. আদম ও হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া কি শাস্তি স্বরূপ ছিল?

উত্তর : না, কেননা তাদের জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিলনা। কেননা এটা ছিল তাওবা কবুলের পরের ঘটনা।

৮. আদম (আঃ) সর্বপ্রথম কি আবিষ্কার করেন?

উত্তর : যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ী সর্বপ্রথম আদম (আঃ) আবিষ্কার করেন। যা তিনি অহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন (মাআরেফুল কুরআন পৃঃ ৬২৯)

৯. পৃথিবীর প্রথম কৃষিপণ্য কি ছিল?

উত্তর : ‘তীন’ ফল।

১০. আদমের পাঁচটি শ্রেষ্ঠত্ব কি কি?

উত্তর : (১) আল্লাহ তাকে নিজ দু’হাতে সৃষ্টি করেছেন (ছোয়াদ ৩৮/৭৫)। (২) আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন (ছোয়াদ ৩৮/৭২)। (৩) আল্লাহ তাকে সকল বস্ত্তর নাম শিক্ষা দিয়েছেন (বাক্বারাহ ২/৩১)। (৪) তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন (বাক্বারাহ ২/৩৪)। (৫) আদম একাই মাত্র মাটি থেকে সৃষ্ট। বাকী সবাই পিতা-মাতার মাধ্যমে সৃষ্ট (সাজদাহ ৩২/৭-৯)। 

১১. আদম (আঃ) কত বছর জীবিত ছিলেন?

উত্তর : ৯৬০ বছর, (তিরমিযী, মিশকাত হা/১১৮)

১২. আল্লাহ যুগে যুগে নবী-রাসূল ও কিতাব পাঠিয়েছেন কেন?

উত্তর : আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখতে (বাক্বারাহ ২/২১৩)

১৩. মাতৃগর্ভে ভ্রূণে কখন রূহ সঞ্চারিত হয় এবং সে সময় শিশুর কপালে কি কি লিখে দেওয়া হয়?

উত্তর :  চার মাস (১২০ দিন) পর। শিশুর কপালে লিখা হয় তার হায়াত, আমল, রিযিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮২)

১৪. খলীফা অর্থ কি? খলীফা বলে কাদের বুঝানো হয়েছে?

উত্তর : খলীফা অর্থ প্রতিনিধি। আর খলীফা বলতে বনু আদমকে বুঝানো হয়েছে (ইবনু কাছীর)

১৫. অন্যান্য প্রাণীর চেয়ে মানুষের উচ্চ মর্যাদার কারণ কি?

উত্তর : প্রকাশ্য-অপ্রকাশ্য সকল সৃষ্টি মানুষের অনুগত হওয়ার কারণে  (লোক্বমান ৩১/২০)

১৬. মানুষের শ্রেষ্ঠত্ব কার উপর?

উত্তর : সবকিছুর উপরে মানুষের শ্রেষ্ঠত্ব (ইসরা ১৭/৭০)

১৭. মানুষ সৃষ্টির ৩টি পর্যায় কি কি?

উত্তর : (১) মাটি দ্বারা অবয়ব র্নিমাণ। (২) আকার আকৃত গঠন ও অঙ্গ-প্রত্যঙ্গ সমূহে শক্তির আনুপতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান। (৩) তাতে রূহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান।

১৮. মৃত্যুর পর মানুষের রূহগুলি কোথায় থাকে?

উত্তর : ‘ইল্লীন’ অথবা ‘সিজ্জীনে’ (মুতাফফেফীন ৮৩/৭-১৮)

১৯. মানুষের ঠিকানা কয়টি ও কি কি?

উত্তর : দারুদ দুনিয়া। অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি ২- দারুল বরযখ। অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগত। ৩- দারুল ক্বারার। অর্থাৎ ক্বিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা।

২০. পৃথিবীর সবকিছু মানুষের জন্য সৃষ্ট, মানুষ কার জন্য সৃষ্ট?

উত্তর : আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব’ (বাক্বারাহ ২/১৫৬)। 

২১. মানুষের উপর শয়তানের প্রথম হামলা কি ছিল?

উত্তর : মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া।

২২. শয়তানকে কেন সৃষ্টি করা হয়?

উত্তর : শয়তানকে মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করা হয়েছে (হাশর ৫৯/১৬)

২৩. শয়তান মানুষকে ধোঁকা দেওয়া প্রকৃতি কেমন?

উত্তর : শয়তান মানুষের রগ-রেশায় ঢুকে ধোঁকা দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন (মুত্তাফাক্ব আলাইহ মিশকাত হা/৬৮)

২৪. আল্লাহ জিন জাতিকে আল্লাহ কি দ্বারা সৃষ্টি করেছেন?

উত্তর : গনগনে আগুন দ্বারা (হিজর ১৫/২৭)

২৫. ইবলীস কেন জিন জাতি হওয়া সত্ত্বেও ফিরিশতাদের সঙ্গে বসবাস ও তাদের নেতা হয়েছিল?

উত্তর : সে ছিল বড় আলেম ও ইবাদতগুযার (ইবনু কাছীর, আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ (বৈরূত : দারুল কুতুবিল ইলমিয়াহ, তাবি) ১/৬৭

২৬. কে সর্বপ্রথম ক্বিয়াস করেছিল?

উত্তর : ইবলীস (আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ১/৬৬)

২৭. ইবলীসের অভিশপ্ত হওয়ার কারণ কি ছিল?

উত্তর : ইবলীস অহংকার বশে আল্লাহর নির্দেশ অমান্য করায় চিরকালের মত অভিশপ্ত হয়েছিল (বাক্বারাহ ২/৩৪)

 




আরও