সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 779 বার পঠিত

১. প্রশ্ন : জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা কয়জন?

উত্তর : চারজন।

২. প্রশ্ন : মরিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন কোন নবী?

উত্তর : হযরত যাকারিয়া (আঃ)।

৩. প্রশ্ন : মারিয়ামের বয়োবৃদ্ধ খালুর নাম কি?

উত্তর : হযরত যাকারিয়া (আঃ)।

৪. প্রশ্ন : হযরত আদম (আঃ)-কে যেমন পিতা ছাড়া সৃষ্টি করা হয়েছে, আর কোন নবীকে সৃষ্টি করা হয়েছে?

উত্তর : ঈসা (আঃ)।

৫. প্রশ্ন : ইরাকের ‘এরবল’ প্রদেশের গভর্ণর কে ছিলেন?

উত্তর : আবু সাঈদ মুযাফফররুদ্দীন কুকুবুরী।

৬. প্রশ্ন : মারিয়ামের এক ইবাদত গুযার ভাইয়ের নাম কি?

উত্তর : হযরত হারূণ (আঃ)।

৭. প্রশ্ন : আল্লাহ নিজেই দুনিয়ায় কোন মহিলার নাম রাখেন?

উত্তর : মারিয়াম (আল ইমরান ৩/৩৬)

৮. প্রশ্ন : ঈসা (আঃ) জন্ম কখন হয়েছিল?

উত্তর : গ্রীষ্মকালে খেজুর পাকার মওসুমে।

৯. প্রশ্ন : মারিয়াম কোথায় খেদমতে রত ছিলেন?

উত্তর : আল্লাহর ঘর বায়তুল মুক্বাদ্দাসে।

১০. প্রশ্ন : আল্লাহ মারিয়ামকে কি আখ্যা দিয়েছেন?

উত্তর :‘ছিদ্দীক্বাহ’ অর্থাৎ কথায় কর্মে ‘সত্যবাদীনী’।

১১. প্রশ্ন : কোন নবীকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে হয়েছে?

উত্তর : ঈসা (আঃ)-কে।

১২. প্রশ্ন : ঈসা (আঃ) নবুআত লাভ করার পর স্বীয় কওমকে কয়টি বিষয় দাওয়াত দিয়েছিলেন?

উত্তর : সাতটি (মারিয়াম১৯/৩৬)

১৪. প্রশ্ন : ঈসা (আঃ)-কে হত্যার ও ষড়যন্ত্রের পিছনে কে ছিলেন?

উত্তর : রোম সম্রাট ছাতিয়ূনুস।

১৫. প্রশ্ন : আল্লাহর সাহায্যের ব্যাপারে কয়টি বিষয় ওয়াদা করেন?

উত্তর : ৫টি।

১৬. প্রশ্ন : ‘হাওয়ারী’ অর্থ কি? উত্তর : খাঁটি সহচর।

১৭. প্রশ্ন : ঈসা (আঃ)-এর ঊর্ধ্বারোহণের পর খৃষ্টান জাতি কয়ভাগে বিভক্ত হন?

উত্তর : তিন ভাগে।

১৮. প্রশ্ন : মূসা (আঃ)-এর উম্মতগণের জন্য জান্নাত থেকে আল্লাহ কি খাদ্য নামিয়ে দিতো?

উত্তর : মান্না ও সালওয়া।

১৯. প্রশ্ন : হযরত ঈসা (আঃ) কোন নবীর বংশধর?

উত্তর : ইবরাহীম (আঃ)-এর কনিষ্ঠ পুত্র ইসহাক (আঃ)-এর।

২০. প্রশ্ন : হযরত ঈসা (আঃ)-এর শ্রেষ্ঠ মু‘জেযা কি?

উত্তর : তাঁর পিতৃবিহীন জন্মটাই এক জীবন্ত মু‘জেযা।

২১. প্রশ্ন : হযরত ঈসা (আঃ)-এর উপরে কোন কিতাব নাযিল হয়েছিল?

উত্তর: ইনজীল।

২২. প্রশ্ন : হযরত ঈসা (আঃ)-এর সম্পর্কে পবিত্র কুরআনের কয়টি সূরায় কতটি আয়াতে বর্ণিত হয়েছে?

উত্তর : ১৫ টি সূরায় ও ৯৮টি আয়াতে।

২৩. প্রশ্ন : হযরত ঈসা (আঃ)-এর মায়ের নাম কি?

উত্তর : মারিয়াম বিনতে ইমরান।



আরও