আব্দুল হামীদ ইবনু বাদীস (আলজেরিয়া)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 31 বার পঠিত
আব্দুল আযীয বিন আব্দুল্লাহ আলে শায়খ (রহ.) ছিলেন মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহহাবের বংশধর। তিনি সঊদী আরবের হাইয়াতু কিবারিল উলামা-এর সভাপতি এবং রিয়াসাতুল ইফতা (ফতোয়া বোর্ড)-এর প্রধান ছিলেন। তিনি ১৯৮২ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ৩৫ বছর আরাফার দিন মসজিদে নামিরাতে হজ্জের খুৎবা প্রদান করেন। তাঁর পূর্বে কেউ আরাফায় এত দীর্ঘকাল খতীবের দায়িত্ব পালন করেননি।
জন্ম ও বংশ পরিচয় : শায়খ আব্দুল আযীয (রহ.) ৩রা যিলহজ্জ ১৩৬২ হিজরী মোতাবেক ৩০শে নভেম্বর ১৯৪৩ খৃষ্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত সংস্কারক মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহহাবের সপ্তম অধঃস্তন পুরুষ। তারা বনু তামীম গোত্রের অন্যতম শাখা আল-মা‘আযিদের মুশাররফ পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন।
শৈশবকাল : আট বছর বয়সে তার বাবা মারা যান। এরপর তার মা তাকে লালন-পালন করেন। ১৩৭৩ হিজরীতে তিনি শায়খ মুহাম্মাদ বিন সিনানের নিকট কুরআন হিফয সম্পন্ন করেন। জন্ম থেকেই তার দৃষ্টিশক্তি খুবই দুর্বল ছিল। ১৩৮১ হিজরীতে একজন খ্যাতনামা সুইস চক্ষুবিশেষজ্ঞ রিয়াদে আসলে তার পরামর্শে তার চোখের অপারেশন করানো হয়। কিন্তু অপারেশন ব্যর্থ হয় এবং তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে যান। এরপর বাকী জীবন তিনি দৃষ্টিহীন অবস্থায় কাটান।
শিক্ষা ও জ্ঞান অর্জন : ১৩৭৪ থেকে ১৩৮০ হিজরী পর্যন্ত তিনি সঊদী আরবের তৎকালীন গ্রান্ড মুফতী শায়খ মুহাম্মাদ ইবনু ইব্রাহীম আলে শায়খের নিকট ‘কিতাবুত তাওহীদ’, ‘আল-উছূলুছ ছালাছাহ’ ও ‘আল-আরবাঈন’ অধ্যয়ন করেন। পাশাপাশি ১৩৭৭ থেকে ১৩৮০ হিজরী পর্যন্ত তিনি শায়খ আব্দুল আযীয বিন বায (রহ.)-এর নিকট বিভিন্ন জ্ঞান অর্জন করেন। এছাড়া তিনি শায়খ আব্দুল আযীয বিন ছালেহ-এর নিকট ফারায়েয, নাহু ও তাওহীদ এবং শায়খ আব্দুল আযীয আশ-শাছরীর নিকট ‘উমদাতুল আহকাম’ এবং ‘যাদুল মুস্তাকনী’ অধ্যয়ন করেন।
১৩৭৪ হিজরীতে তিনি রিয়াদের ইমামুদ-দাওয়াহ ইনস্টিটিউটে ভর্তি হন। পরে ১৩৮০ হিজরীতে রিয়াদের শরী‘আহ কলেজে ভর্তি হন ও ১৩৮৪ হিজরীতে ইসলামী আইন ও আরবী ভাষা বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবন : কর্মজীবনে শায়খ আব্দুল আযীয একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও নানা দায়িত্বে নিয়োজিত ছিলেন। স্নাতক ডিগ্রী অর্জনের পর কর্মজীবনের শুরুতে তিনি ১৩৮৪, ১লা জুমাদিউছ-ছানী থেকে ১৩৯২ হিজরী পর্যন্ত রিয়াদের ইমামুদ-দাওয়াহ ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। এরপর তিনি রিয়াদের ইমাম মুহাম্মাদ বিন সঊদ বিশ্ববিদ্যালয়ের শরী‘আহ অনুষদে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন। একই সাথে তিনি রিয়াদের উচ্চতর আইন ইনস্টিটিউটেও পাঠদান করতেন। এসময় তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয়ের শরী‘আহ অনুষদ, উছূলুদ্দীন অনুষদ, উচ্চতর আইন ইনস্টিটিউট এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরী‘আহ অনুষদে একাধিক মাস্টার্স ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেন।
তাঁর দায়িত্ব ও পদমর্যাদা : ১৩৮৯ হিজরীতে রিয়াদের দুখনা এলাকায় শায়খ মুহাম্মাদ ইবনু ইব্রাহীম মসজিদে ইমাম ও খতীবের দায়িত্বপ্রাপ্ত হন। শায়খ ১৩৯৯ হিজরীতে শরী‘আহ কলেজে সহকারী অধ্যাপক নিযুক্ত হন ও ১৪০০ হিজরীতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ১৪০২ হিজরী মোতাবেক ১৯৮২ খ্রিস্টাব্দে তিনি হজ্জের খত্বীব নিযুক্ত হন। তখন থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩৫ বছর তিনি আরাফাহর দিন মসজিদে নামিরাতে হজ্জের খুৎবা প্রদান করেন।
১৪০৭ হিজরীর শাওয়াল মাসে তিনি হাইয়াতু কিবারিল উলামার সদস্য হন। ১৫ রজব ১৪১২ হিজরীতে স্থায়ী কমিটি লাজনা দায়েমার পূর্ণ-সময়ের সদস্য মনোনীত হন। ১৪১৬ হিজরীর ২৫শে শা‘বান সঊদী আরবের উপ-মুফতি (মন্ত্রী সমমর্যাদার) ও ২৯শে মুহাররম ১৪২০ হিজরীতে গ্রান্ড মুফতি নিয়োজিত হন। পাশাপাশি তিনি হাইয়াতু কিবারিল উলামার সভাপতি এবং রিয়াসাতুল ইফতার প্রধান হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি সঊদী আরবের ইতিহাসে তৃতীয় গ্রান্ড মুফতি। তার পূর্বে ছিলেন শায়খ মুহাম্মাদ ইবনু ইব্রাহীম এবং শায়খ আব্দুল আযীয ইবনু বায (রহ.)। এছাড়া তিনি বিভিন্ন মসজিদে ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সভা, সেমিনার ও সম্মেলনে নিয়মিত অংশ নিতেন।
ইন্তেকাল : শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ আলে শায়খ ১লা রবীউছ ছানী ১৪৪৭ হিজরী মোতাবেক ২৩শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন। সেদিন আছরের ছালাতের পরে রিয়াদের ইমাম তুর্কী বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। তার জানাযায় সঊদী ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান, রিয়াদ প্রদেশের আমীর ফায়ছাল বিন বুন্দার, প্রাক্তন জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী মুতইব বিন আব্দুল্লাহ সহ বহু কর্মকর্তা ও সামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঊদী বাদশাহ সালমানের নির্দেশে একই সময়ে মক্কার মসজিদুল হারাম, মদীনার মসজিদে নববীতে তার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ তার ও তার পরিবারের খেদমতকে কবুল করুন।-আমীন!