সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 33 বার পঠিত

কেন্দ্রীয় শিক্ষা সফর ২০২৫

রাঙামাটির পথে : প্রতিবছরের ন্যায় এবছরও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর বার্ষিক কেন্দ্রীয় শিক্ষা সফর ২০২৫ অনুষ্ঠিত হ’ল। গত ২৩ ও ২৪শে অক্টোবর বৃহস্পতি ও শুক্রবারের সফরটি ছিল রাঙ্গামাটি কাপ্তাই লেকের পাহাড়ী প্রকৃতির অপার বিস্ময় দর্শন। এবছর সারা দেশ থেকে আমরা ছিলাম মোট ৯১ জন। বুধবার রাতের নিস্তব্ধতা যখন গভীর, তখন কেন্দ্রীয় দায়িত্বশীলসহ ৩৬ জন সদস্যের যাত্রা শুরু হয় ঢাকা থেকে। কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানীর কণ্ঠে উচ্চারিত যাত্রাপথের দো‘আ আমাদের এই সফরকে এক আধ্যাত্মিক নিবিড়তা দান করে। রাত আর ভোরের সীমানায় ঘুম ও নির্ঘুমতার দোলাচলে কেটে যায় পথের প্রথমাংশ।

চট্টগ্রামের প্রবেশমুখে এক স্নিগ্ধ ভোরে আমরা ফযরের ছালাতের জন্য থামি। ছালাত শেষে কেন্দ্রীয় সভাপতি স্থানীয় মসজিদের ইমাম ও মুছল্লীদের সাথে সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মারূফ তাদের হাতে ছালাতুর রাসূল (ছাঃ), মাসিক আত-তাহরীক এবং সংগঠনের পরিচিতি তুলে দিয়ে দাওয়াতী দায়িত্ব পালন করেন।

ভোরের আলো ফুটতেই বাস আবার চলতে শুরু করে। আব্দুল্লাহ আল-মারূফ ভাইয়ের সংক্ষিপ্ত কিন্তু জ্ঞানগর্ভ নছীহা মুহূর্তেই আমাদের ক্লান্তি দূর করে দিল। কিছুক্ষণের মধ্যেই আমরা নিজেদের আবিষ্কার করলাম রাঙামাটির সেই বিখ্যাত পাহাড়ি রাস্তায়। বাস যখন খাড়া পাহাড়ের গা বেয়ে পাক খাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক নাগরদোলায় চড়েছি। দিগন্তজুড়ে কেবল সবুজ পাহাড়ের ঢেউ, আর তার মাঝে দু-একটি ঘর যেন প্রকৃতির বিশালতার কাছে এক অসহায় আশ্রয়। রবীন্দ্রনাথের সেই অমর চরণ, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে’ তার বাস্তব রূপটি আমরা সেদিন হৃদয় দিয়ে উপলব্ধি করছিলাম। আল্লাহর প্রশংসাবাণী পাঠ করতে করতে আমরা রাঙামাটি শহরের দোয়েল চত্বরে পৌঁছাই। হোটেল স্কোয়ার পার্কে ক্ষণিকের বিশ্রাম ও প্রাতঃরাশের পর শুরু হয় আমাদের মূল কর্মসূচী। সফরের আদব, করণীয়-বর্জনীয় ও দায়িত্ব বণ্টনের নির্দেশনা শেষে আমরা লঞ্চে আরোহণ করি।

প্রথম দিন : ২৩শে অক্টোবর’২৫ আমাদের প্রথম গন্তব্য ছিল কাপ্তাই বাঁধের জেঠি ঘাট। সুবিশাল জলরাশির বুক চিরে আমাদের লঞ্চ এগিয়ে চলে। তীরে নেমে মধ্যাহ্নভোজ শেষে আমরা পার্শ্ববর্তী মসজিদে জুম‘আর ছালাত আদায় করি। ছালাত শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর আলোচনার আবেদন করলে, ইমাম ছাহেব সম্মতি দিলেও মসজিদ কমিটির বাধার মুখে তা সম্ভব হয়নি। উল্টো আমাদের সামনেই প্রচলিত বিদ‘আতী মিলাদ ও ক্বিয়াম শুরু হয়। এমন পরিস্থিতিতেও আমাদের দায়িত্বশীলগণ ধৈর্য ধারণ করেন এবং মজলিস শেষে মুছল্লীদের মাঝে ছালাতুর রাসূল (ছাঃ), ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন বই, পত্রিকা ও হ্যান্ডবিল বিতরণ করেন। ইমাম ছাহেবকে কুরআন ও সুন্নাহর পথে আহবান জানিয়ে বই হাদিয়া দেওয়া হলে তিনি অত্যন্ত খুশী হন এবং সামাজিকতার চাপে প্রচলিত রীতির অনুসরণ করেন বলে স্বীকার করেন। তিনি কেন্দ্রীয় সভাপতির নিকট বারবার ক্ষমা প্রার্থনা করেন এবং বিদ‘আতের বিষয়টি স্বীকার করে বইটি পড়ার আগ্রহ প্রকাশ করেন।

সেখান থেকে আমাদের লঞ্চ ছাড়ে নেভী ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা পাশাপাশি কয়েকটি সুউচ্চ পাহাড়ে আরোহণ করে প্রকৃতির নির্মল ছোঁয়া নিলাম। দিনের আলো তখন ফুরিয়ে আসছে। বার্গী লেকের পথে কাপ্তাই লেকের শান্ত পানির রাজ্যে যখন আমরা ভাসছিলাম, ঠিক তখনই পাহাড়ের চূড়ায় সূর্য তার শেষ আভা ছড়িয়ে অস্ত গেল। সেই অপার্থিব দৃশ্য বুকে নিয়ে আমরা শহরের ঘাটে ফিরলাম এবং মাগরীব ও এশার ছালাত জমা করলাম। হোটেলে ফিরে রাতের সুস্বাদু খাবারের মাধ্যমে শেষ হয় আমাদের প্রথম দিনের বর্ণাঢ্য ভ্রমণ।

দ্বিতীয় দিন : ২৪শে অক্টোবর’২৫ সফরের সূচনা হয় ফজর ছালাত পরবর্তী দারসের মধ্যদিয়ে। কেন্দ্রীয় সভাপতি সকলের উদ্দেশ্যে দারস পেশ করেন। ২য় দিনের প্রথম গন্তব্য ছিল মায়াবী দ্বীপ। নামের মতোই এর পরিবেশ ও চারপাশের দৃশ্য ছিল মনোমুগ্ধকর। দ্বীপের মায়া হৃদয়ে ধারণ করে আমাদের লঞ্চ ভিড়ল শুভলং ঝর্ণার পাদদেশে। দুর্ভাগ্যবশত, বর্ষার অভাবে ঝর্ণার সেই উদ্দাম রূপটি আমাদের চোখে পড়েনি; ছিল কেবল শীর্ণ এক জলধারা। তবে সেই অপূর্ণতাটুকুও মুহূর্তে মিলিয়ে গেল দুপাশের আকাশছোঁয়া পাহাড়ের গাম্ভীর্য আর পাহাড়ি মানুষগুলোর সরল জীবনযাত্রা ও আন্তরিক ব্যবহারে।

ঝর্ণায় গোসলের অপূর্ণ ইচ্ছাটা আমরা পূরণ করলাম ‘এয়ারিং রেষ্টুরেন্ট’-এ থেমে লেকের স্বচ্ছ পানিতে শরীর ভিজিয়ে। ক্লান্তি দূর করে মধ্যাহ্নভোজ শেষে আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাঙামাটির আইকনিক ‘ঝুলন্ত ব্রীজ’। ব্রীজের চারপাশ ঘুরে দেখার পাশাপাশি আমরা সেখানেও কিছু দাওয়াতী সামগ্রী বিতরণ করি।

পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে লঞ্চেই ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন বইটির আলোকে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাতে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আমাদের শেষ স্পট ছিল ‘পলওয়েল পার্ক’। সেখানে আমরা যোহর ও আছরের ছালাত জমা ও ক্বসর করে নেই।

সন্ধ্যার পর আমরা শহরের স্থানীয় ‘রাঙামাটি সালাফী মাদ্রাসা কমপ্লেক্সে’-এর উদ্যোগে আয়োজিত ইসলামী আলোচনা সভায় অংশগ্রহণ করি। অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মারূফ বিশুদ্ধ ইসলামের দাওয়াত তুলে ধরেন।

প্রোগ্রাম শেষে হোটেলে ফিরে রাতের খাবার সম্পন্ন করি। এরপরই আসে বিদায়ের পালা। দু’দিনের অসংখ্য নতুন অভিজ্ঞতা, আল্লাহর সৃষ্টির নিপুণতা দেখে তাঁর অস্তিত্বকে নতুন করে খুঁজে পাওয়ার বিস্ময় আর আত্মার প্রশান্তি নিয়ে আমরা নিজ নিজ নীড়ের পথে পাড়ি জমাই। এই কেন্দ্রীয় শিক্ষা সফরের স্মৃতিগুলো আমাদের হৃদয়ের ক্যানভাসে চির স্মরণীয় হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

সংকলনে : সাজিদুর রহমান সাজিদ

প্রশিক্ষণ

১. ফেনী সদর, ১৭ই অক্টোবর, শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ফেনী সদরস্থ দারুল হাদীছ আস-সালাফিয়াহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স-এ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ফেনী যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আরাফাত যামান। বিশেষ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ইমরান হাসিন আল-আমীন।

২. কোম্পানীগঞ্জ, বসুরহাট, নোয়াখালী, ১৭ই অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ মাগরিব নোয়াখালী যেলার কোম্পানীগঞ্জ বসুরহাটে অবস্থিত হাদীছ ফাউন্ডেশন পাঠাগার-এ নোয়াখালী যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আরাফাত যামান। অনুষ্ঠানে বিশেষ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ইমরান হাসিন আল-আমীন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় যেলা ও উপযেলা পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

৩. শাসনগাছা, কুমিল্লা ১৮ই অক্টোবর, শনিবার : অদ্য বাদ যোহর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স শাসনগাছায় কুমিল্লা যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রূহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সভাপতি মাওলানা ছফিউল্লাহ। প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ। বিশেষ প্রশিক্ষণ হিসাবে ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আরাফাত যামান, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল-মুছাদ্দিক ও কেন্দ্রীয় শূরা সদস্য ইমরান হাসিন আল-আমীন। এছাড়া উক্ত প্রশিক্ষণ কর্মশালায় যেলা ও উপযেলাসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

৪. রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ২৫শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার : অদ্য বাদ আছর মারকাযুস সুন্নাহ আস-সালাফী পূর্বাচল-এ নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ এবং বিশেষ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর ও কেন্দ্রীয় দফতর সম্পাদক আরাফাত যামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলনে’র সভাপতি ডা. সাইফুল ইসলাম নাঈম এবং সাধারণ সম্পাদক মাওলানা জালালুল কবীর। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় যেলা ও উপযেলাসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

৫.আদিতমারী, লালমণিরহাট ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল ১১-টা হ’তে মাগরিব পর্যন্ত মহিশখোচা চৌরাহা মাদ্রাসায় লালমনিরহাট যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মানছূর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর, কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আরাফাত যামান ও ‘যুবসংঘ’ গাইবান্ধা-পশ্চিম যেলা সভাপতি আব্দুল্লাহ আল-মামূন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা সোনামণি-এর পরিচালক মুহাম্মাদ আলমগীর হোসেন এবং সাকিনা ইসলামী মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ মুশাররফ হোসেন মাদানী।

সাপ্তাহিক তা‘লীমী বৈঠক

কাকনহাট, গোদাগাড়ী, রাজশাহী-পশ্চিম ২৭শে নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব ‘যুবসংঘ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে কাকনহাটে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সেক্রেটারী তোফায্যল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সেক্রেটারী যুবায়ের হোসেন, উপযেলা সেক্রেটারী মহিউদ্দীন ফায়ছাল ও অর্থ সম্পাদক রুহুল আমীন প্রমুখ।

মাসিক তাবলীগী ইজতেমা

মনিপুর বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদ, গাযীপুর-উত্তর ২৮শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর মনিপুর বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ গাযীপুর-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ আজমাল।



আরও