সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 65 বার পঠিত
1. প্রশ্ন : খায়বর যুদ্ধ থেকে ফিরে রাসূল (ছাঃ) কতদিন মদীনায় ছিলেন?
উত্তর : ৬ মাস (রবীউল আউয়াল - শাওয়াল পর্যন্ত)।
2. প্রশ্ন : রাসূলের ক্বাযা ওমরাকালে মদীনার প্রশাসক কে ছিলেন?
উত্তর : উওয়াইফ বিন আযবাত্ব আদ-দীলী।
3. প্রশ্ন : রাসূল (ছাঃ) কতটি কুরবানী নিয়ে গিয়েছিলেন?
উত্তর : ৬০টি।
4. প্রশ্ন : মক্কা থেকে ইয়া’জাজের দূরত্ব কত?
উত্তর : ৮ মাইল।
5. প্রশ্ন : কার তত্ত্বাবধানে ইয়া’জাজে মুসলিম যুদ্ধাস্ত্র ছিল?
উত্তর : আওস বিন খাওলা আনছারীর তত্ত্বাবধানে।
6. প্রশ্ন : মুসলমানদের আগমন দেখতে মক্কার মুশরিকরা কোথায় জমা হয়েছিল?
উত্তর : মক্কার উত্তরে ‘কু‘আইক্বি‘আন’ পাহাড়ের উপর।
7. প্রশ্ন : ‘রমল’ (الرَمَل) বলতে কি বুঝায়?
উত্তর : ত্বাওয়াফের সময় প্রথম তিন ত্বাওয়াফ দ্রুততার সাথে সম্পন্ন করা।
8. প্রশ্ন : ইযত্বেবার (الاِضْطِبَاع) কি?
উত্তর : ডান কাঁধ খোলা রেখে বগলের নীচ দিয়ে চাদর বাম কাঁধের উপরে রাখা।
9. প্রশ্ন : রাসূল (ছাঃ) কেন ছাহাবীদের ইযত্বেবার করার নির্দেশ দিয়েছিলেন?
উত্তর : যাতে ব্যক্তিকে সদা প্রস্ত্তত দেখা যায়।
10. প্রশ্ন : ত্বাওয়াফের সময় কোন ছাহাবী যুদ্ধছন্দে কবিতা আবৃতি করেন?
উত্তর : আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ)।
11. প্রশ্ন : ‘সারিফ’ (السَرِف) মক্কা থেকে কত দূরে অবস্থিত?
উত্তর : মক্কা থেকে ৬ কি.মি. উত্তরে অবস্থিত।
12. প্রশ্ন : এ স্থানে রাসূল (ছাঃ) কাকে বিবাহ করেন?
উত্তর : মায়মূনাহ বিনতুল হারেছ (রাঃ)-কে।
13. প্রশ্ন : সাইয়েদুশ শুহাদা হামযা (রাঃ)-এর কন্যার নাম কি?
উত্তর : আমাতুল্লাহ।
14. প্রশ্ন : জা‘ফর বিন আবু ত্বালিবের স্ত্রীর নাম কি?
উত্তর : আসমা বিনতে উমাইস।
15. প্রশ্ন : আসমা বিনতে উমাইস আমাতুল্লাহর কে হন?
উত্তর : আপন খালা।