সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 523 বার পঠিত

১. প্রশ্ন : প্রথমবার কত নববী বর্ষে আবু তালিবের নিকটে ইসলামের দাওয়াত দেওয়া হয়?

উত্তর : ৬ষ্ঠ নববী বর্ষে।

২. প্রশ্ন : ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য আবু তালিবের কাছে কতজন এসেছিল?

উত্তর : ১০জন।

৩. প্রশ্ন : কুরায়েশ নেতারা আবু তালেবের কাছে অভিযোগ করলে কিভাবে বিদায় করতেন?

উত্তর : ধৈর্য্যের সঙ্গে নম্র ভাষায় (ইবনু হিশাম ১/২৬৪-৬৫)

৪. প্রশ্ন : আমর ইবনুল ‘আছ ও আবু জাহলের বৈপিত্রের সহোদর ভাই কে?

উত্তর : আব্দুল্লাহ ইবনু আবী রাবী‘আহ।

৫. প্রশ্ন : মুহাম্মাদ (ছাঃ)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সবচেয়ে বড় বাধা কে কে?

উত্তর : বর্ষীয়ান আবু ত্বালিব।

৬. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র কোন চাচা দেখতে চেয়েছিলেন?

উত্তর : আবু তালিব।

৭. প্রশ্ন : রাসূল (ছাঃ)-কে আপোষের প্রস্তাবসমূহ কত তারিখে দেয়া হয়েছিল?

উত্তর : যিলহজ্জ, ৬ষ্ঠ নববী বর্ষ।

৮. প্রশ্ন : রাসূল (ছাঃ)-কে আপোষ প্রস্তাবসমূহ কে পাঠিয়েছিল?

উত্তর : মক্কার অন্যতম নেতা উৎবা বিন রাবী‘আহ।

৯. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ) কা‘বা চত্বরে বসা অবস্থায় দ্বীনের দাওয়াত পরিত্যাগ করার দাবী কে দিয়েছিলেন?

উত্তর : আবু অলীদ।

১০. প্রশ্ন : ‘নতুন দ্বীন পরিত্যাগ কর’- রাসূল (ছাঃ) একথার কি জবাব দিয়েছিলেন?

 উত্তর : সূরা হা-মীম সাজদাহ ৫৪ নং আয়াত।

১১. প্রশ্ন : মক্কার বিশিষ্ট নেতৃবর্গ বলেন, আমরা ও তুমি আমাদের উপাসনার কাজে পরস্পরে অংশীদার হব’ এমন অবস্থায় রাসূল (ছাঃ) কাছে কোন সূরা নাযিল হয়?

 উত্তর : সূরা কাফেরূন।

১২. প্রশ্ন : মক্কার নেতারা তৃতীয়বার আবু তালেবের সাথে সাক্ষাত করেন কত সনে?

 উত্তর : ১০ম নববী বর্ষে।

১৩. প্রশ্ন : আবু তালেবের কাছে মক্কার কতজন নেতা আসেন?

উত্তর : ২৫ জন।

১৪. প্রশ্ন : হামযা (রাঃ) ইসলাম গ্রহণ করেন কখন?

 উত্তর : ৬ষ্ঠ নববী বর্ষের যিলহাজ্জ মাসে।

১৫. প্রশ্ন : আব্দুল্লাহ বিন জুদ‘আনের জনৈকা দাসীর বাসা কোথায় ছিল?

উত্তর : ছাফা পাহাড়ে।

১৬. প্রশ্ন : ওমর (রাঃ) কখন ইসলাম গ্রহণ করেন?

উত্তর : ৬ষ্ঠ নববী বর্ষের যিলহাজ্জ মাসে।

১৭. প্রশ্ন : হামযা (রাঃ)-এর ইসলাম গ্রহণের কতদিন পরে ওমর (রাঃ) ইসলাম গ্রহণ করেন?         

উত্তর : তিন দিন পরেই।

১৮. প্রশ্ন : ওমর (রাঃ) ইসলাম গ্রহণ সময় তার বয়স কত ছিল?

উত্তর : মাত্র ২৬ বছর।

১৯. প্রশ্ন : ওমর (রাঃ) ইসলাম গ্রহণের সময় কতজন নওমুসলিম ছিল?

উত্তর : ৪০ থেকে ৫৬ জন।

২০. প্রশ্ন : কার দো‘আয় (ওমর (রাঃ) ইসলাম গ্রহণ করেন?

উত্তর : রাসূল (ছাঃ) (হাকেম হা/৪৪৮৫; আহমাদ হা/৫৬৯৬)



আরও