সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 15705 বার পঠিত

১. মিয়ানমার কবে আরাকান রাজ্য দখল করে নেয়?

উত্তর : ১৭৮৪ সালে।

২. সিঙ্গাপুরের প্রথম নারী (মুসলিম) প্রেসিডেন্টের নাম কি?

উত্তর : হালিমা ইয়াকুব।

৩. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের সভাপতি কে?

উত্তর : মিরাস্লোভ লাজকাক।

৪. কোন দেশের সুপ্রিমকোর্ট প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করেন?

উত্তর : কেনিয়া।

৫. কোন দেশ মিয়ানমারের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে?

উত্তর : মালদ্বীপ।

৬. ইসরাইলে প্রথম স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করে কোন দেশ?

উত্তর : যু্ক্তরাষ্ট্র।

৭. সম্প্রতি উত্তর কোরিয়ার সাথে সামরিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ?

উত্তর : মিসর।

৮. ভারতের VVIP জেড নিরাপত্তা প্রাপ্ত বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং এর কয়েদি নম্বর কত?

উত্তর : ১৯৯৭ নং।

৯. বিশ্বের বৃহত্তম বাঁধের নাম কি?

উত্তর : গ্রান্ড কুলি বাঁধ (যুক্তরাষ্ট্র)।

১০. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধের নাম কি ও কোথায় অবস্থিত?

উত্তর : ‘সরদার সরোবর বাঁধ’ ভারতে।

১১. ২০১৬-১৭ টাইম হায়ার এডুকেশনের জরিপে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।

১২. সর্বাধিক পত্রিকা বিক্রি হয় কোন দেশে?

উত্তর : চীনে।

১৩. আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর রিজার্ভ মুদ্রা কতটি?

উত্তর : ৫টি (মার্কিন ডলার, ডয়েচে মার্ক, ইয়েন, ফ্রাঁ, পাউন্ড স্টার্লিং)।

১৪. খ্যাতনামা ম্যাগাজিন ‘রাফ গাইড’-এর তালিকায় সবচেয়ে সুন্দর দেশ কোনটি?

উত্তর : স্কটল্যান্ড।

১৫. বিশ্বে শীর্ষ জনবহুল দেশ কোনটি?

উত্তর : চীন (জনসংখ্যা ১৩৮.৬৮ কোটি)।

১৬. বিশ্বের প্রথম ফতোয়া বুথ কোথায় অবস্থিত?

উত্তর : মিসর, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।

১৭. সর্বাধিক পাম তেল উৎপাদনকারী দেশের নাম কি?

উত্তর : ইন্দোনেশিয়া।

১৮. জাতিসংঘে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি প্রথম অনুমোদন করে কোন দেশ?

উত্তর : ভ্যাটিক্যান সিটি।

১৯. ২০১৭ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : সুইজারল্যান্ড।

 

 




আরও