১. প্রশ্ন : খায়বর যুদ্ধে কোন দুর্গের অধিপতির সাথে রাসূল (ছাঃ)-এর সন্ধি হয়?
উত্তর : ‘ক্বামূছ’ দুর্গের অধিপতির সাথে।
২. প্রশ্ন : সন্ধি ভঙ্গের কারণে কাকে হত্যা করা হয়েছিল?
উত্তর : ইবনু আবিল হুক্বাইক্বকে।
৩.প্রশ্ন : খায়বর যুদ্ধে রাসূল (ছাঃ) কাকে বিবাহ করেছিলেন?
উত্তর : ছাফিয়া বিনতে হুয়াই বিন আখত্বাবকে।
৪. প্রশ্ন : ছাফিয়াকে বিয়ের সাজে সাজিয়েছিলেন কে?
উত্তর : আনাস (রাঃ)-এর মা উম্মে সুলায়েম।
৫. প্রশ্ন : রাসূলকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছিল কে?
উত্তর : সাল্লাম বিন মিশকামের স্ত্রী যয়নব বিনতুল হারেছ।
৬. প্রশ্ন : কিভাবে রাসূল (ছাঃ) হত্যা চেষ্টা করা হয়েছিল?
উত্তর : বকরীর ভূনা রানে বিষ মাখিয়ে হাদিয়া পাঠিয়ে।
৭. প্রশ্ন : সেই বিষক্রিয়ায় কোন ছাহাবী মারা যান?
উত্তর : বিশর বিন বারা বিন মা‘রূর (রাঃ)।
৮. প্রশ্ন : খায়বর যুদ্ধে মুসলমানদের শহীদ সংখ্যা কত?
উত্তর : ১৬ জন।
৯. প্রশ্ন : খায়বর যুদ্ধে কতজন ইহূদী নিহত হয়?
উত্তর : ৯৩ জন।
১০. প্রশ্ন : খায়বর যুদ্ধে বিপুল পরিমাণ গণীমতের অর্ধেক কি করা হয়েছিল?
উত্তর : ভবিষ্যৎ প্রয়োজনের জন্য রেখে দেওয়া হয়েছিল।
১১. প্রশ্ন : বাকী অর্ধেক কয় ভাগে ভাগ করা হয়েছিল?
উত্তর : ১৮০০ ভাগে।
১২. প্রশ্ন : খায়বর যুদ্ধে কতজন অশ্বারোহী ছিল?
উত্তর : ২০০ জন।
১৩. প্রশ্ন : ফাদাক খেজুর বাগানটি কে পেয়েছিল?
উত্তর : রাসূলের জন্য ‘খাছ’ হিসাবে বণ্টিত হয়েছিল।
১৪. প্রশ্ন : ফাদাকের ইহূদীদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল কে?
উত্তর : মুহাইয়েছাহ বিন মাসঊদ (রাঃ)।
১৫. প্রশ্ন : ‘আমর বিন উমাইয়া যামরীকে আল্লাহর রাসূল (ছাঃ) কোথায় পাঠিয়েছিলেন?
উত্তর : বাদশাহ নাজাশীর দরবারে।
১৬. প্রশ্ন : নাজাশী রাসূল (ছাঃ)-এর জন্য কি পাঠিয়েছিলেন?
উত্তর : বহুমূল্য উপঢৌকনাদি সহ ভাতিজা যূ-মিখমারকে।
১৭. প্রশ্ন : ওয়াদিল ক্বোরায় রাসূলের কোন গোলাম নিহত হয়?
উত্তর : মিদ‘আম।