বর্ণের খেলা

তাওহীদের ডাক ডেস্ক 202 বার পঠিত

নির্দেশনা :

বৃত্তের প্রতিটি অংশে একটি করে অর্থবোধক শব্দ দেয়া আছে। তবে মনে রাখতে হবে, প্রতিটি ক্ষেত্রেই একটি কিংবা দু’টি অক্ষর খুঁজে পাবেন না। এ বর্ণগুলো বের করে পুনর্বিন্যাস করলে ৫ই ফেব্রুয়ারী ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত একটি যুব সংঘঠনকে বুঝাবে।

প্রতিযোগীর নাম : .................................................পিতার নাম : ............................................শ্রেণী : ...............

শাখা : .............. মোবাইল : ................................প্রতিষ্ঠানের নাম/ঠিকানা : .........................................

গত সংখ্যার শব্দজটের সঠিক উত্তর : পাশাপাশি : (১) কুরআন (৩) তাওরাত (৪) কারাগার (৬) লাভবান (৭) অভিযান (৮) ময়দান (১০) সুফিয়ান (১১) মনোনীত। উপর-নীচ : (১) কুটিলতা (২) নবুঅত (৪) কারবালা (৫) রসায়ন (৭) অধম (৯) নয় (১০) সুঠাম (১২) নন্দিত।

গত সংখ্যায় শব্দজোটের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে পুরস্কার প্রাপ্ত ৩ জন হ’ল-

১ম : ইসরাত জাহান, ৮ম (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী, বালিকা শাখা)।

২য় : আফরোজা, ১০ম (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী, বালিকা শাখা)।

৩য় : মুহাম্মাদ আবু জাফর, ক্ষেতলাল, জয়পুরহাট।

* (১) নির্ধারিত অংশ কেটে নিম্নের ঠিকানায় পাঠাতে হবে-

বিভাগীয় সম্পাদক, আইকিউ, তাওহীদের ডাক, নওদাপাড়া, আমচত্ত্বর, রাজশাহী। ০১৭৭৪-৫৮৫৭৯৪।

: (২) নির্ধারিত অংশ পূরণ করার পর গোটা পৃষ্ঠার ছবি তুলে ০১৭৭৪-৫৮৫৭৯৪ নম্বরে হোয়াটসআপ করতে হবে।



আরও