শায়খ ড. আব্দুর রাযযাক বদর

তাওহীদের ডাক ডেস্ক 303 বার পঠিত

শায়খ ড. আব্দুর রায্যাক বদর আধুনিক বিশ্বের অন্যতম খ্যাতনামা সালাফী বিদ্বান। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আক্বীদা ও আদব বিষয়ে বিশেষজ্ঞ এই খ্যাতিমান ব্যক্তিত্ব তাঁর লেখনী ও বক্তব্যের মাধ্যমে বিশ্বের বহু হক্বপিয়াসী মানুষের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন। অত্যন্ত পরহেযগার, নম্র ও অমায়িক চরিত্রের অধিকারী শায়খ আব্দুর রায্যাক বদরকে নিয়মিতই দারস প্রদানরত অবস্থায় দেখা যায় ফজর কিংবা আছর ছালাতের পর মদীনার মসজিদে নববীর দরসগাহে। গুণী পিতা শতবর্ষী বিখ্যাত আলেমে দ্বীন আব্দুল মুহসিন আল-আববাদের ইলমী সিলসিলা তিনি ধরে রেখেছেন অত্যন্ত যোগ্যতার সাথে। নিম্নে এই মনীষীর সংক্ষিপ্ত জীবনী উল্লেখিত হ’ল।

নাম ও জন্ম :

তাঁর পূর্ণ নাম আব্দুর রাযযাক আব্দুল মুহসিন বিন হামাদ বিন আব্দুল মুহসিন বিন আব্দুল্লাহ বিন হামাদ বিন ওসমান আল-বদর (৬০)। তিনি ২২শে যুলক্বা‘দাহ ১৩৮২ হিজরী মোতাবেক ১৬ই এপ্রিল ১৯৬৩ সালে সঊদী আরবের রাজধানী রিয়াদের উত্তরে জুলফী জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বর্তমান সময়ের বিখ্যাত আলেমে দ্বীন শায়খ আব্দুল মুহসিন আববাদ। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ২য় স্তরের দাদা আব্দুল্লাহর উপনাম ছিল আববাদ। সে সম্পৃক্ততায় তিনি আব্দুল মুহসিন আববাদ নামে সর্বাধিক পরিচিত।

উল্লেখযোগ্য শিক্ষকমন্ডলী :

১. তাঁর শ্রদ্ধেয় পিতা আব্দুল মুহসিন আববাদ। ২. শায়খ আব্দুল্লাহ গানিমান। ৩. শায়খ আলী নাছের ফাক্বিহী। এছাড়াও তিনি অনেক ওলামা- মাশায়েখ ও প্রসিদ্ধ দাঈদের সহচর্য লাভ করেছেন। তন্মন্ধে (১) আব্দুল্লাহ বিন বায (২) নাছিরুদ্দীন আলবানী (৩) আব্দুস সালাম বিন মুহাম্মাদ। (৪) ওয়ালীদ বিন রাশেদ বদর আস-সায়দান। (৫) ইয়াসীর খলীল শাহীন। (৬) মুহাম্মাদ বিন্ ছালেহ আল-ওছায়মীন। (৭) আব্দুল্লাহ বিন মূসা। (৮) নাছির বিন ঈসা বিন আহমাদ বালূশী আয-যাহরানী প্রমূখ।

শিক্ষা ও কর্মস্থল :

তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আক্বীদা বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন এবং বর্তমানে সেখানেই শিক্ষক হিসাবে কর্মরত আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইবনু তায়মিয়াহর ‘শারহু ওয়াসিতিইয়াহ’ এর দারস দিয়ে থাকেন। মসজিদে নববীতে তিনি সরকারীভাবে নিয়োজিক দাঈ এবং সেখানে তিনি নিয়মিত দারস প্রদান করে থাকেন। এছাড়াও তিনি অনলাইন ভিত্তিক ক্লাস করে থাকেন। অনলাইনে নানা বিষয়ে তার অসংখ্য অডিও ভিডিও বক্তব্য রয়েছে। তার ব্যক্তিগত একটি ওয়েব সাইট al-badr.net/index.php রয়েছে, যেখানে ৫৫ লক্ষাধিকবার বক্তব্য শ্রবণ হয়েছে।

গ্রন্থাবলী :

তাঁর উল্লেখযোগ্য হ’ল গ্রন্থ হ’ল- (১) ফিক্বহুল আদ‘ইয়াহ ওয়াল আযকার। (২) আল-হজ্জ ও তাহযীবুন নুফূস। (৩) ‘তাযকিরাতুল মা’তী’ আব্দুল গণী আল-আল-মাক্বদিসী এর আক্বীদার ব্যাখ্যাগ্রন্থ। (৪) আবুদাঊদের ব্যাখ্যাগ্রন্থ। (৫) ফিকহুল আসমায়িল হুসনা। (৬) আসবাবু যিয়াদাতিল ঈমান ওয়া নুক্বছানিহী। (৭) আল-ফুছূল ফী সীরাতির রাসূল। (৮) ফাওয়াইদুয যিকর ওয়া ছামারাতুহু। (৯) মাফাতীহুল খায়ের। (১০) আল-হাওক্বালাহ। (১১) তাকরীমুল ইসলাম লিল মার’আত। (১২) আদ-দাওয়াতু ইলাল্লাহ। (১৩) আওছাফুল কুলূব। (১৪) বির্রুল ওয়ালিদাইন। (১৫) আল-ফিতানু ফিল লিবাস। (১৬) হুকূকুল জার। এছাড়াও তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন।

বাংলা ভাষাতে তাঁর অনূদিত গ্রন্থসমূহ :

(১) যুবকদের প্রতি সালাফদের নছীহা। (২) যে দো‘আ ব্যর্থ হয় না। (৩) ঈমান পরিচর্যা। (৪) ঈমান কেন বাড়ে কেন কমে। (৫) নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলাম। (৬) ইস্তিকামাত অর্জনের দশ নীতি। (৭) আত্মশুদ্ধির দশ নীতি। (৮) তাওহীদের কালেমা: লা-ইলাহা ইল্লাল্লাহ এর ফযীলত, অর্থ, শর্ত ও পরিপন্থী বিষয়। (৯) আয়াতুল কুরসী ও তাওহীদের প্রমাণ। (১০) ছাহাবীদের প্রতি আমাদের করণীয়।



বিষয়সমূহ: বিবিধ
আরও