সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 341 বার পঠিত

প্রশ্ন : রাসূলের গোলাম মিদ‘আম কী চুরি করেছিল?
উত্তর : গণীমতের একটা চাদর।

প্রশ্ন : ওয়াদিল ক্বোরায় দ্বৈতযুদ্ধে কতজন নিহত হয় ?
উত্তর : ১১ জন ইহূদী।

প্রশ্ন : খালেদ বিন সা‘ঈদ ইবনুল ‘আছ কততম মুসলিম?
উত্তর : ৪র্থ অথবা ৫ম মুসলিম।

প্রশ্ন : তিনি কোন যুদ্ধে শহীদ হন?
উত্তর : আবুবকর (রাঃ)-এর খেলাফতের শেষ দিকে আজনাদায়েন-এর যুদ্ধে।

প্রশ্ন : খায়বরে ইহূদীদের শোচনীয় পরাজয়ের পর কোন গোত্র সরাসরি রাসূল (ছাঃ)-এর সাথে সন্ধিচুক্তি করে?
উত্তর : তায়মা গোত্র।

প্রশ্ন : গাযওয়া যাতুর রিক্বা‘ কখন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : ৭ম হিজরীর রবীউল আউয়াল মাস।

প্রশ্ন : যাতুর রিক্বা‘ অর্থ কি?
উত্তর : ছেঁড়া পট্টির যুদ্ধ।

প্রশ্ন : গাছে ঝুলন্ত রাসূল (ছাঃ)-এর তরবারি কে নিয়েছিল?
উত্তর : জনৈক মুশরিক বেদুঈন গাওরাছ ইবনুল হারেছ।

প্রশ্ন : সে রাসূল (ছাঃ)-কে কি বলে হুমকি দিয়েছিল?
উত্তর : أَتَخَافُنِى ‘তুমি কি আমাকে ভয় কর?

প্রশ্ন : কোন ছাহাবী ছালাতরত অবস্থায় পরপর তিনটি তীরের আঘাতে মারাত্মক আহত হন?
উত্তর : পাহারায় নিযুক্ত ‘আববাদ বিন বিশর (রাঃ)।

প্রশ্ন : রাসূলের জন্য প্রেরিত সম্রাট হেরাক্লিয়াসের উপঢৌকন কোন গোত্র ছিনিয়ে নিয়েছিল?
উত্তর : জুযাম গোত্র।

প্রশ্ন : সারিইয়া ওমর ইবনুল খাত্ত্বাব কোন গোত্রে বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : হাওয়াযেন গোত্রের বিরুদ্ধে।

প্রশ্ন : খায়বরের ফাদাক অঞ্চলের সীমান্তবর্তী বনু মুররাহ গোত্রের বিরুদ্ধে কোন ছাহাবী নেতৃত্ব দেন?
উত্তর : বাশীর বিন সা‘দ আনছারী (রাঃ)।

প্রশ্ন : রাসূল (ছাঃ) কখন ক্বাযা ওমরাহ পালন করেন?
উত্তর : ৭ম হিজরীতে।

প্রশ্ন : তিনি কোথায় ওমরাহর এহরাম বেঁধেছিলেন?
উত্তর : যুল-হুলায়ফাতে।

প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ) মক্কায় কতদিন অবস্থান করেন?
উত্তর : তিন দিন।


আরও